ঢাকা: মোবাইল ফোনে বাংলায় এসএমএস পদ্ধতি যারা তৈরি করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার মহান একুশের দিনে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটউটে দেওয়া বক্তৃতায় তিনি এই কথা বলেন।
ভাষা ব্যবহার ও চর্চায় সচেতনতা তৈরি করতে সংবাদ মাধ্যমের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এ ভূমিকা পালনে সবচেয়ে অগ্রসর রয়েছে। দেশের প্রধান তিনটি মোবাইল ফোন অপারেটরের সঙ্গেই বাংলা ভাষায় এসএমএস পদ্ধতি চালু রয়েছে বাংলানিউজের।
দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ব্র্যান্ডেড নিউজ পার্টনার হিসেবে বাংলায় ব্রেকিংনিউজ সার্ভিস চালু রেখেছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। অ্যাক্টিভেট করা যাচ্ছে *321*3*2*1# ডায়াল করে।
বাংলানিউজই দেশে প্রথম মোবাইলফোনে বাংলাভাষায় ব্রেকিংনিউজ দেওয়ার উদ্যোগ নেয়।
মোবাইলফোন অপারেটর রবির মাধ্যমে এক বছরেরও বেশি সময় আগে পরীক্ষামূলকভাবে প্রথম গ্রাহকদের কাছে বাংলাভাষায় এসএমএস’র মাধ্যমে ব্রেকিংনিউজ পাঠানো শুরু করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। পরবর্তীতে সার্ভিসটি পুরোপুরি চালু করা হয়। এটি অ্যাক্টিভেট করা যাচ্ছে *8877*11*1# ডায়াল করে।
এছাড়াও অপর মোবাইলফোন অপারেটর বাংলালিংকের একটি বড় সংখ্যক গ্রাহককে বাংলাভাষায় ব্রেকিংনিউজ সেবা দিয়ে আসছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। বাংলালিংকের গ্রাহকরা সাবস্ক্রাইব করতে পারছেন *8877*105*1# ডায়াল করে।
বাংলাদেশ সময় ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমএমকে