ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পুরোহিত হত্যা

আহত গোপালকে রমেক হাসপাতালে স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আহত গোপালকে রমেক হাসপাতালে স্থানান্তর

দিনাজপুর: পঞ্চগড়ের দেবীগঞ্জে  দুর্বৃত্তদের গুলি ও ককটেল বিস্ফোরণে আহত শ্রী শ্রী সন্তু গৌরীয় মঠের পূজারি গোপাল চন্দ্র রায়কে (৩৫) রংপুর মেডিকেল কলেজ (রমেক)
হাসপাতালে স্থানান্তর করা করেছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে তাকে রংপুর পাঠানো হয়।



এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদসালাহ উদ্দিন ও পুলিশ সুপার (এসপি) গিয়াস উদ্দিন আহাম্মদ।

পরিদর্শনকালে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে, এর সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সকাল ৭টার দিকে একটি মোটরসাইকেল যোগে আসা তিন দুর্বৃত্ত। গৌরীয় মঠে ঢুকে তারা মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীর উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় পুরোহিতকে। বাধা দিতে গেলে দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ককটেল বিস্ফোরণে আহত হন মন্দিরের পূজারি গোপাল ও নিতাইপদ দাস।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।