ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কবলিত দুই ট্রাক সরিয়ে ফেলা হয়েছে।
এতে আড়াই ঘণ্টা পর রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে উড়শিউড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কে উভয় পাশে যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশ র্যাকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি মহাসড়ক থেকে সরিয়ে নিলে বিকেল সাড়ে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমজেড