গাইবান্ধা: গাইবান্ধায় ট্রেন থেকে পিস্তল, গুলি, পেট্রোল বোমা ও গাঁজা উদ্ধার করেছে র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদর রেলস্টেশনে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেন থেকে এসব উদ্ধার করা হয়।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এসপি কায়সার আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ১টি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৩টি পেট্রোল বোমা ও আনুমানিক ৩০ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
পিসি