ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আশাশুনিতে ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেফতার ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার(২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



নুর মোহাম্মদ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের শামসুর রহমানের ছেলে।

জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতার লক্ষে দলীয় মনোনয়ন চেয়েছিলেন নুর মোহাম্মদ। কিন্তু দলীয় মনোনয়ন পান আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু হেনা সাকিল। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নুর মোহাম্মদ তার লোকজন নিয়ে আবু হেনা সাকিল, তার ছেলে রায়হানসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এতে আবু হেনা সাকিলের ডান হাত ভেঙে যায়।

এ ঘটনায় আশাশুনি থানায় মামলা দায়েরের পর রোববার সকালে গ্রেফতার হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, আশাশুনি থানার একটি মামলায় নুর মোহাম্মদকে শহরের নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।