ময়মনসিংহ: প্রিয় মাতৃভাষা বাংলার জন্য জীবন দেওয়া ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়িতে নেমেছে জনতার ঢল।
রোববার (২১ ফেব্রুয়ারি) প্রভাত ফেরি শেষে দলে দলে মানুষ ভিড় জমায় ভাষা শহীদ জব্বারের বাড়িতে।
অমর একুশ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামের বাড়িতে নির্মিত আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর।
এছাড়াও যথাযথ মর্যাদায় শহীদ দিবস পালন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো।
একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এরপর স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেলের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধা কমান্ড, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, গফরগাঁও প্রেস ক্লাব, গফরগাঁও থিয়েটার, মানবাধিকার ফাউন্ডেশন, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শঙ্কর কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এটি