কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী এক যুবক ও এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চেঙাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। পরে, কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।
হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে তিন জন বর্তমানে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, তিশা পরিবহনের একটি বাস দু’টি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬/আপডেট: ১৯৪৮ ঘণ্টা
এমজেড