ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাষা সৈনিক মোস্তফা মতিন স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ভাষা সৈনিক মোস্তফা মতিন স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু

ময়মনসিংহ: ময়মনসিংহে ভাষা সৈনিক অ্যাডভোকেট মোস্তফা এম. এ. মতিন স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানে এ স্মৃতিপাঠাগারের উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।



উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোস্তফা এম. এ. মতিনের দুই মেয়ে ফেরদৌস সুলতানা ও নিগার সুলতানা, ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, আওয়ামী লীগ নেতা ইউসুফ খান পাঠান, প্রিন্সিপাল আতিকুর রহমান, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি কবির উদ্দিন ভূইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমান প্রমুখ।

উদ্বোধনকালে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু বলেন, ভাষার জন্য আত্মদানকারী বীর শহীদ অ্যাডভোকেট মোস্তফা এম. এ. মতিনের স্মৃতি রক্ষায় এ স্মৃতি পাঠাগার স্থাপিত হয়েছে।

পাঠাগারে শোকগাঁথা ১৫ আগস্ট, গৌরব একাত্তর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব, আমি বিজয় দেখেছি, বঙ্গবন্ধু: জননায়ক থেকে রাষ্ট্রনায়ক, মুক্তিযুদ্ধের ১৬ জন সেক্টর কমান্ডার, বিশ্বের শ্রেষ্ঠ বইসহ প্রায় ২ হাজারের মতো মুক্তিযুদ্ধ, ইসলামিক, সায়েন্স ফিকশন, শিশুতোষ, ভ্রমণ কাহিনীসহ বিভিন্ন বই রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।