ঝিনাইদহ: পূর্ব শত্রুতার জের ধরে ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা বাজারে স্বেচ্ছাসেবক লীগ কর্মী শরিফুল ইসলাম হুমু’র (২৬) হাতের দুইটি আঙুল কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নলডাঙ্গা মাছ বাজারের পেছনে এ ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম ভিটশ্বর গ্রামের আব্দুস সাত্তার মহুরীর ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি’র সঙ্গে ৭নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির আব্দুস সাত্তার মহুরীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে দুপুরে নলডাঙ্গা মাছ বাজারে বসে থাকা অবস্থায় শরিফুল ইসলাকে ৪/৫ জনের দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় দুর্বৃত্তরা বাম হাতের দুইটি আঙুল কেটে বিচ্ছিন্ন করে দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
পিসি