সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে সভার টাকার হিসাব দেওয়া কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার স্বল্প মাহমুদপুর ও নান্দিনা কামালিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে পাঁচজনকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ধর্মীয় সভার টাকার হিসাব দেওয়া নেওয়াকে কেন্দ্র করে স্বল্প মাহমুদ ও নান্দিনা কামালিয়া গ্রামবাসীদের মধ্যে শনিবার রাতে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রোববার দুপুরে উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে দু’টি দোকান ও তিনটি বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে উভয় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমজেড