ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নসিমন চাপায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
সিরাজগঞ্জে নসিমন চাপায় স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শাহজাদপুরে নসিমন চাপায় জামাদুল ইসলাম(১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে বগুড়া নগরবাড়ি মহাসড়কে উপজেলার তলাগাছি কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।



জামাদুল উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা নেধুর পাড়া গ্রামের আনসব আলী ওরফে ঠাণ্ডু মিয়ার ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বাংলানিউজকে জানান, সাইকেলে তালগাছি এস এ মডেল স্কুলে আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে যাচ্ছিল জামাদুল। এ সময় একটি নছিমন সাইকেলটিকে চাপা দেয়। এতে নসিমনের নিচে চাপা পড়ে সে।

গুরুতর আহত অবস্থায় তাকে উল্লাপাড়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নসিমনটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।