ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসক অপহরণের ঘটনায় ১০ জন রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
চিকিৎসক অপহরণের ঘটনায় ১০ জন রিমান্ডে

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিকিৎসক রিফাত জাহান বাপ্পি (৩৮) অপহরণের ঘটনায় আটক ১০ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাসকিনুল হক এ আদেশ দেন।



এরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে মাহাবুব আলম রনি (৩৩), একই উপজেলার কালিকাডোবা গ্রামের আব্দুর রশিদের ছেলে ফারুক হাসান (৩২), শাহপাড়া খলসি গ্রামের মৃত রায়হানের ছেলে বিপুল (৩০), বুজরুক বোয়ালিয়া গ্রামের শহিদুল আলম টুকুর ছেলে সাগর (৩৪), ববনপুর গ্রামের তবিবর রহমানের ছেলে শিপন (২২), বোয়ালিয়া ঝিলপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিমন সরকার (৩১), বিরাহিমপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২১), বহিরিশিহিপুর গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে গোলাম মোস্তফা (২৫), একই গ্রামের বাবু মিয়ার ছেলে গোলাম মওলা (৩০) ও জয়পুরহাট জেলার সদরের আবু মুছার ছেলে কাইছার আলম (২৮)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরো জানান, মায়ের মৃত বার্ষিকীতে অংশ নিতে ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে ছুটিতে বাড়ি আসেন রিফাত। পরদিন অনন্তপুর গ্রামে মৃত্যু বার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বোন রোমেনা ও এক ভাগ্নিকে সঙ্গে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে গোবিন্দগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। পথে ববনপুর এলাকা থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে রিফাতকে অপহরণ করে।  

খবর পেয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট জেলার কালাই উপজেলার গারোইল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।  

রিফাত জাহান গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম কামরুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় উত্তরা মুনছুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।