নড়াইল: ভাষা শহীদদের স্মরণে নড়াইল ভিক্টোরিয়া কলেজের কুড়ির ডোপ মাঠে এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ –এ স্লোগানকে সামনে রেখে রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মুন্সী হাফিজুর রহমান । অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত হন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দীন খান নিলু, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
আয়োজক কমিটির সদস্য সচিব মিডিয়া ব্যক্তিত্ব কচি খন্দকারের পরিচালনায় ঘণ্টাব্যাপী চলা এ অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের ৬৫ বছর পূর্তি উপলক্ষে ৬৫টি ফানুস উড়ানো হয়।
এরপর আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই গানের সঙ্গে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক কুড়িরডোব মাঠে মোমবাতি প্রজ্জ্বলন করে। এ সময় মাঠে অন্যরকম এক আভা ছড়িয়ে পড়ে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় গান আর আবৃতির মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
ভাষা শহীদদের স্মরণে ১৯৯৮ সাল থেকে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথমবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যাপ্তি বেড়েছে। এ বছর এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। উড়ানো হয় ফানুস। বিশাল এই আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ কুড়িরডোব মাঠে আসে। বর্ণিল আলোয় আলোকিত হন সবাই।
মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদ মিনার, স্মৃতিসৌধ, শাপলা ফুল, বর্ণমালা, প্রজন্ম ৭১, বিভিন্ন আল্পনাসহ বাংলাদেশের নানান ঐতিহ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমজেড