ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় পতাকা অবমাননার দায়ে জামায়াত নেতার ভাই আটক

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
জাতীয় পতাকা অবমাননার দায়ে জামায়াত নেতার ভাই আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: পেকুয়ার রাজাখালীতে জাতীয় পতাকার স্থলে চালের বস্তা উত্তোলনের অভিযোগে আবুল কালাম নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

২১ ফেব্রয়ারি রোববার বিকেলে আরবশাহ বাজার থেকে তাকে আটক করে।

তিনি একই এলাকার করম আলী সাওদাগরের ছেলে। আটক আবুল কালামের ভাই আবু তৈয়ব রাজাখালী ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক ও তার পিতাও জামায়াতের সদস্য।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সরকারী ঘোষণা রয়েছে। এ উপলক্ষে উপজেলার প্রত্যেকটি দোকান, ব্যবসা প্রতিষ্টানসহ গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু শুধু মাত্র ব্যতিক্রম ছিল আটককৃত আবুল কালামের দোকানটি। এখানে বিশাল উচ্চতার একটি বাঁশ দিয়ে জাতীয় পতাকার মত করে চালের বস্তাটি উত্তোলন করা হয়।

এ বিষয়ে রাজাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজখান রাজু বাংলানিউজকে জানান, নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে চালের বস্তা নামিয়ে ফেলতে বলি। কিন্তু ওই ব্যবসায়ী অগ্রাহ্য করে। পরে বিকেলে পুলিশ ওই তাকে আটক করা হয়।

এদিকে স্থানীয়রা আরো জানান, আটক আবুল কালামের পুরো পরিবার জামায়াতের রনাজনীতির সাথে জড়িত। বিগত সময়ে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে তিনি বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগকে বস্তা ফাটার দেশ এবং লীগ বলে মন্তব্য করেছিলেন। এমনকি বিগত সময়ে কোন অনুষ্টানে জাতীয় পতাকা উত্তোলন করেননি।

পেকুয়া থানার ওসি মোস্তাফিজ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।