খুলনা: রক্তের অপর নাম জীবন। আর এ লাল রক্ত নিয়ে ভয়ঙ্কর কালো বাণিজ্যে মেতে ওঠেছিলো খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল।
শুধুই কি তাই মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রক্ত, প্রয়োজন না হলেও রোগীকে আইসিইউতে রেখে মোটা অঙ্কের অর্থ আদায়, প্যাথলজি রিপোর্টে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ান স্বাক্ষর করা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (প্যাথলজি পরীক্ষার কেমিক্যাল) ব্যবহার করে অমানবিক ব্যবসা করে আসছিলো প্রতিষ্ঠানটি।
এসব অভিযোগে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক ডা. গাজী মিজানুর রহমানসহ ৫ জনকে আটক করে র্যাব।
বুধবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত র্যাব-১ ও র্যাব-৬ এর যৌথ অভিযান শেষে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ডা. গাজী মিজানসহ ৫জনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে হাসপাতালের ছয়তলার প্যাথলজি থেকে ২৩ ব্যাগ রক্ত, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টসহ (প্যাথলজি পরীক্ষার কেমিক্যাল) অন্যান্য ওষুধ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ান স্বাক্ষর করা প্যাথলজি রিপোর্ট উদ্ধার করা হয়।
এ সময় র্যাব সদস্যরা গাজী মিজানকে মিডিয়ার সামনে উপস্থাপন করলে অনুতপ্ত হওয়ার পরিবর্তে হাসতে দেখা গেছে তাকে। তার এ হাসি নিয়ে বাংলানিউজে ‘অনুতপ্ত নন ডা. গাজী মিজান!’ শিরোনামে নিউজ প্রচারিত হওয়ার পর সামাজিক প্রচার মাধ্যম ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়। অনেকেই ক্ষোভে-আক্ষেপে ঘৃণা প্রকাশ করেছেন নানাভাবে।
এএইচএম শাহরিয়ার তার ফেসবুকে লিখেছেন, ‘ডা. মিজানের লাল রক্তের কালো ব্যবসা। ’ এস এম সোহেল লিখেছেন, ‘চেতনায় চোর, অনুতপ্ত হয় মানুষ। ও তো মানুষরূপী অমানুষ। ’ খায়রুল ইসলাস নামে একজন তার ফেসবুকে লিখেছেন, ‘ক্রস ফায়ারে দেওয়া উচিত। ’
নাজমুল হাসান লিখেছেন, ‘এই সব ইতর, জানোয়ার, বেয়াদপ, বদমায়েশ, কসাই, নির্লজ্জ, বেহায়াদের কারণে বর্তমান পুরা ডাক্তার সমাজ কিছুটা হলেও হয়তোবা লজ্জিত। শুনেছি রাশিয়া থেকে MD করা। এদের সার্টিফিকেট আছে কিনা এটাও সরকারের তদন্ত করা উচিৎ। ’
মাঈন উদ্দিন লিখেছেন, ‘সরকারের উচিত হবে এ ডা. সার্টিফিকেট বাতিল করা, এভাবে সবাই করতে থাকলে একসময় এরা ঠিক হতে বাধ্য হতো। ’
বেলাল হোসাইন লিখেছেন, ‘বিবেকহীন, টাকা ছাড়া কিছুই চেনেন না, সবাই একটু বেশি বেশি শেয়ার ও লাইক দিয়ে দেশের সবাইর কাছে ওনার চেহারাটা চিনিয়ে দেই, ওনি একটা.........?’
এরকম শত শত মন্তব্য ও লাইক দিয়ে হাজার হাজার শেয়ার করা হয়েছে নিউজটি।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক ডা. গাজী মিজান কণ্ঠশিল্পী ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনষ্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনার সভাপতি।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমআরএম/ওএইচ/এমজেএফ