ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ধামরাইয়ে নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাৎ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে এক লাখ বিশ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় আটটি কৃষক পরিবাবরকে গভীর নলকূপ দেওয়ার কথা বলে এ টাকা আত্মসাৎ করেছেন তিনি।

সোমবার (২৪ অক্টোবর) সকালে ওই কৃষকরা মো. নাসির উদ্দিনের সঙ্গে দেখা করতে এলে বাদানুবাদ হয়। এতে ঘুষ গ্রহণের বিষয়টি জানাজানি হয়। পরে নলকূপ পাওয়ার আশ্বাসে ফেরত যান তারা।

স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে নাসির উদ্দিন ওই আটটি পরিবারকে গভীর নলকূপ দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা করে ঘুষ আদায় করেন। কিন্তু দীর্ঘদিনেও  নলকূপ দিতে পারেননি তিনি। এমনকি টাকাও ফেরত দেননি।

সোমবার সকালে কুল্লা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাসিমা আক্তারকে সঙ্গে নিয়ে নাসির উদ্দিনের কাছে যান ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা হলেন, উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়‍ুয়াকুণ্ড গ্রামের হাশেম আলীর স্ত্রী তাঁরা বানু, একই গ্রামের হোসেন মিয়ার ছেলে রাজু মিয়া, নয়ন মিয়ার ছেলে মামুন, ফালু মিয়ার ছেলে তাজউদ্দিন, ময়জুদ্দিনের ছেলে সানু মিয়া, লোকমান হোসেনের ছেলে জুলহাস, আবুল হোসেনের ছেলে মনির হোসেন ও মুল্লুক চাঁন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, আমি টাকা নেইনি। তবে আপনার সঙ্গে এ নিয়ে পরে কথা বলবো।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।