ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে ৩ চাঁদাবাজ করাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
কাশিয়ানীতে ৩ চাঁদাবাজ করাগারে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (২৩ অক্টোবর) উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন- পারুলিয়া তিন নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল হোসেন (৪৫), পারুলিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুর আলী মোল্লা (৬০) ও একই গ্রামের নাসির মোল্লা (৪০)।

স্থানীয়রা জানায়, উপজেলার দেবগ্রামের প্রিয়নাথ বালার ছেলে পাঁচুবালা সম্প্রতি জমি বিক্রি করেন। এ খবর জানতে পেরে জামাল হোসেন, জহুর আলী মোল্লা, নাছির মোল্লা ও এসকেন তালুকদার পাঁচু বালার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এতে পাঁচু বালা ভয় পেয়ে তাদের সাত হাজার টাকা চাঁদা দেন।

কিন্তু তারা আরও টাকা দাবি করেন ও নানা ধরনের হুমকি দেন। পরে পাঁচু বালা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। কিন্তু এতে কোনো প্রতিকার না পেয়ে তিনি রোববার বিকেলে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।