হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ’র আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ করা হয়।
এসময় পাঁচ আসামির উপস্থিতিতে মামলার সাক্ষী কাজল মিয়া ও মিজানুর রহমান তালুকদারের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়।
এ মামলায় মোট ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে যারা সাক্ষী দিয়েছেন তারা হলেন- মামলার প্রধান সাক্ষী ও মামলার বাদী আব্দাল মিয়া, আব্দুল আহাদ, আফজল মিয়া তালুকদার ও এমরান।
শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বাংলানিউজকে জানান, আদালতে সাক্ষ্যগ্রহণকালে কারাগারে আটক আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদকে হাজির করা হয়।
পরে আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
এ মামলায় আটজন আসামির মধ্যে কারাগারে আটক আছেন পাঁচজন এবং পলাতক রয়েছেন তিনজন।
পলাতকরা হলেন- উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
গত ১২ ফেব্রুয়ারি গ্রামের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০)। পাঁচদিন পর বাড়ির অদূরে একটি বালুছড়া থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এনটি/পিসি