ঢাকা: উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমে পুরনো আইডি কার্ড হারানোয় অনেকে করণীয় নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন। এক্ষেত্রে এখন আর নতুন করে কার্ড তুলে জমা দেওয়ার প্রয়োজন পড়ছে না।
নির্বাচন কমিশনের (ইসি) রমনা থানা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা বাংলানিউজকে জানিয়েছেন, যাদের পুরনো লেমিনেটিং করা এনআইডি কার্ড হারিয়ে গেছে, তাদের অনেকেই ক্যাম্প থেকে কার্ড না পেয়ে ফেরত যাচ্ছেন। কেননা, তারা থানায় জিডি না করেই আসছেন। কিংবা ব্যাংকে টাকাই জমা দেননি। কিন্তু স্মার্টকার্ড পেতে হলে, এখন আর নতুন করে পুরনো লেমিনেটিং করা কার্ডটি তোলার প্রয়োজন নেই। এক্ষেত্রে থানায় জিডি করে তার কপি এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ জমা দিলেই আমরা স্মার্টকার্ড দিয়ে দিচ্ছি।
‘প্রথমে নতুন করে আবারও কার্ড তোলার জন্য বলা হয়েছিল। কিন্তু এতে ঝামেলা বেড়ে যায়, আবার সময়ও বেশি লাগে। তাই কেবল জিডির কপি আর টাকা জমা দেওয়ার রশিদ বা চালান কপি বা ট্রানজেকশন নম্বরই নেওয়া হচ্ছে। ’
গত ০২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর গত ০৩ অক্টোবর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং কুড়িগ্রামের ফুলবাড়িতে স্মার্টকার্ড বিতরণ শুরু করেছে ইসি।
ডিএসসিসি’র রমনা থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের ভোটারদের স্মার্টকার্ড ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল ক্যাম্পে দেওয়া হচ্ছে। আর ডিএনসিসি’র উত্তরা থানাতেও চলছে স্মার্টকার্ড বিতরণ। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়িতেও স্মার্টকার্ড দিচ্ছে ইসি।
ইসি আইন অনুযায়ী, এনআইডি হারালে সাধারণ ২শ টাকা, জরুরি হলে ৩শ টাকা; দ্বিতীয়বার হারানো কার্ড উত্তোলনের জন্য সাধারণ ৩শ টাকা, জরুরি হলে ৫শ টাকা এবং পরবর্তী যেকোনো বারের জন্য সাধারণ ৫শ টাকা, জরুরি হলে এক হাজার টাকা ব্যাংকে জমা দিতে হয়। এর সঙ্গে যুক্ত হয় ভ্যাট ও সার্ভিস চার্জ। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকসহ অন্য ব্যাংকেও টাকা জমা দেওয়া যায়।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পে সোমবার (২৪ অক্টোবর) ঘুরে দেখা গেছে, অনেকেই এসে ফিরে যাচ্ছেন। এদের কারও কারও জিডির কপি নেই। অনেকে ব্যাংকে টাকা জমা না দিয়েই এসেছেন। এক্ষেত্রে ক্যাম্প থেকে তাদের সোনালী বা ডাচ বাংলা ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে, উদয়ন উচ্চ বিদ্যালয়ে তৃতীয় দিনেও লোক সমাগম হয়নি। সারাদিনে ৫শ ভোটারকেও স্মার্টকার্ড সরবরাহ করতে পারেনি ইসি। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি ইনস্টিটিউট) এলাকার ভোটারদের কার্ড বিতরণের সিডিউল ছিলো।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ইইউডি/আইএ/এসএনএস