নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় ঢাকা সিএমএম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে তদন্ত কমিটির গণশুনানি শুরু হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) প্রথম দিনে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
তবে তদন্ত কমিটির কেউ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
ঢাকা সিএমএম আদালতের চিফ ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি বেলা সোয়া ১১টায় স্কুল মাঠে এসে উপস্থিত হন। কমিটিতে আরও রয়েছেন সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও গোলাম নবী।
এর আগে প্রতিদিনের মতো পুলিশি নিরাপত্তায় স্কুলে এসে উপস্থিত হন প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।
গণশুনানির শুরুতেই তদন্ত কমিটি নির্যাতনের শিকার দশম শ্রেণির ছাত্র রিফাত হাসানের সাক্ষ্যগ্রহণ করেন। প্রায় ১ ঘণ্টা সময় নিয়ে তদন্ত কমিটি রিফাত হাসানের সাক্ষ্যগ্রহণ করেন।
এরপরই সাক্ষ্য দিতে যান রিফাতের মা রীনা বেগম। তারপর একে একে সাক্ষ্য দেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফারুকুল ইসলাম টগর, ইংরেজি শিক্ষক উত্তম কুমার গুহ, গণিতের শিক্ষক মোশারফ হোসেন, বাংলা শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার, ধর্ম শিক্ষক বোরহানুল ইসলাম, ইংরেজি শিক্ষক মাসুম মিয়া, স্থানীয় একটি মসজিদের ইমাম মাহমুদুল ইসলাম, মুয়াজ্জিন আবদুল হাই, দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রানা, দশম শ্রেণির ছাত্রী রূপন্তী, দশম শ্রেণির ছাত্রী মৃদুল, দশম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার, হামিদুল, মাকসুদ ও রূপম।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জিপি/এএ