ঢাকা: বিদেশে প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা দেশের কাজে লাগানোর তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহারের সুপারিশ করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে সংসদে ভবনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এ সুপারিশ করে।
কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ’র সভাপতিত্ব বৈঠকে সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি, সাইমুম সরওয়ার কমল ও সুকুমার রঞ্জন ঘোষ অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন কোম্পানিগুলোর পণ্যকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন কোম্পানিগুলোর পণ্যের গুণগতমান ভালো থাকে এবং সেবাও ভালো পাওয়া যায়। কমিটি এফডিসির জন্য যন্ত্রপাতি ক্রয়ের কাজগুলোতে যথাযথ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করে।
কমিটি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) আধুনিক ও গতিশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার সুপারিশ করে।
এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বৈঠকে তথ্য সচিব মরতুজা আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসএম/জেডএস