ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ভূমি বিরোধ সংক্রান্ত অভিযোগ দাখিলের সময়সীমা শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ভূমি বিরোধ সংক্রান্ত অভিযোগ দাখিলের সময়সীমা শেষ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ সংক্রান্ত অভিযোগ দাখিলের জন্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দেওয়া ৪৫ দিনের সময়সীমা শেষ হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) পর্যন্ত কতজনের অভিযোগ জমা পড়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

গত ৮ সেপ্টেম্বর ভূমি বিরোধ সংক্রান্ত অভিযোগ দাখিলের জন্য গণবিজ্ঞপ্তি জারি হয়। এর পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান থেকে প্রতিদিন শত শত অভিযোগ কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়ে।

এদিকে, আগামী ৩০ অক্টোবর রাঙামাটি সার্কিট হাউসে কমিশনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. রেজাউল করিম বাংলানিউজকে জানান, তিন জেলা থেকেই অভিযোগ জমা পড়েছে। তবে এখনো তা গণনা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।