ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় বাবা-মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
নলডাঙ্গায় বাবা-মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

নাটোর: নাটোরের নলডাঙ্গায় বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে শামীম তালুকদার (২৮) নামে মাদকাসক্ত এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত শামিম উপজেলার কৃষ্ণপুরদিঘা গ্রামের  আমির আলী তালুকদারের ছেলে।

নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুজ্জামান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে শামীম মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতন করেন তিনি। ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন বাবা-মা। এর প্রেক্ষিতে সন্ধ্যায় তাদের বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।