বগুড়া: মাদকাসক্ত ছেলে আবদুল্লাহ ফারুকীকে (২৮) পুলিশের হাতে তুলে দিলেন বাবা আসাদুল্লাহ মাস্টার।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে বগুড়ার শেরপুর শহর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাবা আসাদুল্লাহ মাস্টার বাংলানিউজকে বলেন, ছেলে ফারুকী মাদকাসক্ত হয়ে পড়ে। চিকিৎসা করে তাকে সুস্থ করা হয়। পরে আবারও সে মাদক সেবন শুরু করে। নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর মারমুখী আচারণ করে। তার অত্যাচার-নির্যাতনে পরিবারের সবাই অতিষ্ঠ।
তিনি বলেন, সোমবার সকালের দিকে আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে সে। প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে। পরে তাদের সহযোগিতায় ছেলে ফারুকীকে আটক করে দুপুরে পুলিশে সোপর্দ করা হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মাদকাসক্ত ছেলে আবদুল্লাহ ফারুকীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পরে আদালত তাকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বলে জানান এসআই আতোয়া রহমান।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমবিএইচ/জিপি/এসএনএস