ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে ২ মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
শিবালয়ে ২ মাদকসেবীর কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পৌলি এলাকার বুলু শেখের ছেলে সুমন শেখ (২৮) ও শিবালয় উপজেলার বরংগাইল এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে পিন্টু মিয়া (৩২)।

মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ সাইফুল বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় মাদক সেবনরত অবস্থায় ওই দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।