ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় কৃষকের উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
নলডাঙ্গায় কৃষকের উঠান বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের নলডাঙ্গায় কৃষি সম্পদকে সমৃদ্ধ করতে এবং বিভিন্ন ফসল চাষাবাদে উদ্বুদ্ধ করতে উঠান বৈঠক হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার চেউখালি-কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কার্যালয় এ বৈঠকের আয়োজন করে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান।

বৈঠকে বক্তব্য রাখেন-উপজেলার দুই নম্বর মাধনগর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, লতিফা বেগম, সোহেল পারভেজ, কৃষক সনজেব আলী, মাহবুব হোসেন, তসলিম উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।