ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হেরোইন-ইয়াবাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বগুড়ায় হেরোইন-ইয়াবাসহ নারী আটক

বগুড়া: বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ ১০ গ্রাম হেরোইন ও ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আঁখি (৩০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তিনি শহরের চকসূত্রাপুর এলাকার শহিদুল হক ওরফে বাবুর স্ত্রী।

এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য বিক্রির নগদ দুই লাখ ৭৪ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরেক নারী মাদকদ্রব্য বিক্রেতা হাড্ডিপট্টি এলাকার রেজাউল করিম ওরফে রেজার মেয়ে রেশমা বেগম (২৭) পালিয়ে যায়।

আটক ও পলাতক এ দুই নারী দীর্ঘদিন ধরে জেলার সদরসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমবিএইচ/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।