ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ঝিনাইদহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল খেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়।

খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে সদর উপজেলার রূপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক গোলে হারিয়ে হরিণাকুন্ডুর বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হয়।

এদিকে, বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলার রূপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৯-০ গোলে হারিয়ে শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন- জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সদর উপজেলা শিক্ষা অফিসার মাসুদ করিমসহ শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এরআগে, গত ১৯ অক্টোবর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়। চার গ্রুপে এ খেলায় জেলার ছয় উপজেলার ছয়টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।