মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় যৌন হয়রানি ও জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজনগর ডিগ্রি কলেজের হলে সভার আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহ অধ্যাপক রজত কান্তি গোস্বামীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।
সভায় বক্তারা বলেন, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত বেড়ে গেছে। এক্ষেত্রে সাধারণ ছাত্র-ছাত্রীরা খুবই আতঙ্কিত। পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরবি/পিসি