লালমনিরহাট: লালমনিরহাটের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে মহাসড়কের লালমনিরহাটের বড়বাড়ি তেতুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালমনিরহাট পৌরসভার স্টেডিয়াম পাড়ার পল্লী চিকিৎসক যোগেশ চন্দ্র (৬৫) ও যথী রানী রায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বড়বাড়ি তেতুলতলা মোড়ে কুড়িগ্রামগামী একটি বাস মোটরসাইকেলের থাকা ওই দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যোগেশ চন্দ্রের মৃত্যু হয়।
গুরুতর অবস্থায় অপর আরোহী যথী রানীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার বাংলানিউজকে জানান, যথী রানীকে রংপুর নেওয়ার পথে মারা গেছে বলে তিনি শুনেছেন।
এর আগে সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকায় ট্রাকের চাপায় তিনজন নিহত হয়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসআর