ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ‘বকুল’র উদ্যোগে ভ্রাম্যমাণ ডাস্টবিন বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বগুড়ায় ‘বকুল’র উদ্যোগে ভ্রাম্যমাণ ডাস্টবিন বিতরণ

বগুড়া: বগুড়া পৌরসভার সহযোগিতায় ও বেসরকারি সহযোগী সংস্থা ‘বকুল’র উদ্যোগে শহর এলাকায় ভ্রাম্যমাণ ডাস্টবিন বিতরণ করা হয়েছে।  
 
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে শহরের সাতমাথায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
 
বকুলের চিফ কো-অর্ডিনেটর মিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু।
 
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, দৈনিক উত্তরের খবরের সম্পাদক আব্দুস সালাম বাবু, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন, মহিলা কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকী, হোসনে আরা হাসি, সূবর্ণা আক্তার মুক্তি।  
 
প্রধান অতিথি যাহেদুর রহমান যাদু বলেন, বগুড়া শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হবে। শহরের সৌন্দর্যবর্ধনে সব শ্রেণি-পেশার নাগরিককে এগিয়ে আসতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে তা ফেলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।  
 
বকুল’র অর্থায়নে ও বগুড়া পৌরসভার সহযোগিতায় ময়লা আবর্জনা সংরক্ষণের জন্য সাতমাথা এলাকায় ৫০টি ভ্রাম্যমাণ ডাস্টবিন বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।