ঢাকা: রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (১২) এক শিশু মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পথচারী উজ্জ্বল মুমূর্ষু অবস্থায় আহত শিশুটিকে ঢামেকে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উজ্জ্বল বাংলানিউজকে জানান, ডেমরা আমুলিয়া নাকদার পাড়া এলাকায় শিশুটি বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস
ধাক্কা দিলে শিশুটি আহত হয়।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সংশিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এএ