বগুড়া: প্রতীকী মূল্যে বগুড়া প্রেসক্লাবের ভবন নির্মাণে জায়গা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসক্লাবের নেতারা।
পাশাপাশি জায়গা বরাদ্দে সার্বিক সহযোগিতা করায় রেলমন্ত্রী ও মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান, বিএফইউজে’র নেতাদের প্রতি অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদুর সভাপতিত্বে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভায় এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
এছাড়াও সাধারণ সভার আয়োজন করে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র হস্তান্তর, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও ম্যাগাজিন প্রকাশের সিদ্বান্ত নেওয়া হয় সভায়।
সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, জিয়া শাহীন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাবু, দফতর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু, সাহিত্য সম্পাদক জেএম রউফ, ক্রীড়া সম্পাদক জাফর আহমেদ মিলন, পাঠাগার সম্পাদক তানসেন আলম, নির্বাহী সদস্য মোহন আখন্দ, ঠান্ডা আজাদ, আরিফ রেহমান, আমজাদ হোসেন মিন্টু, নাজমুল হুদা নাসিম, মীর্জা সেলিম রেজা, রউফ জালাল প্রমুখ।
সভায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উপ-কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এসএনএস