যশোর: যশোরে রাশেদুজ্জামান ওরফে রাসেল (২২) নামে এক বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের রেলগেট মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাসেল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিযাস হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্র জানায়, রাসেল যশোর শহরের রেলগেট মোড়ে বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করেন। বিকেলে দোকানে আসার পথে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পকেটে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ইউজি/এসআর