ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সরকার দরিদ্রদের ভাগ্য উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
সরকার দরিদ্রদের ভাগ্য উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নবাবগঞ্জ (ঢাকা): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের দরিদ্র জনগোষ্ঠ‍ীর ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসেদপুর ইউনিয়নের মৈইতপাড়া সরকা‍‍রি প্রাথমিক বিদ্যালয় মাঠে পদ্মা নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ইতোমধ্যে সরকার গ্রামভিত্তিক গরিব ও অসহায় মানুষের তালিকা তৈরি করছে। এতে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে ও দারিদ্রতা দূর হবে।

তিনি বলেন, আগামী ৪/৫ বছরের মধ্যে দোহারে ব্যাপক উন্নয়ন হবে। দোহারের মূল সমস্যা পদ্মার ভাঙন। এ থেকে রক্ষা পেতে আগামী ১০/১২ দিনের মধ্যে নদী শাসনের কাজ শুরু করা হবে। দোহার হবে এ অঞ্চলের মডেল নগরী।

পরে মন্ত্রী উপজেলার নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

বাংলাদেশ কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি ও সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. এ আর খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েত আওয়াক্বফ পাবলিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-জালাহেমাহ্।

আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কুয়েত আওয়াক্বফ অ্যাফেয়ার্সের কো-অর্ডিনেটর ইউসূফ আল-কান্দারী, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির মহাপরিচালক ড. গাজী মো. জহিরুল ইসলাম, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর মো. দিলওয়ার হোসাইন, সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টারের পরিচালক মো. আব্দুল কাদ্দুস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।