পটুয়াখালী: ঝালকাঠিতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঝালকাঠি শহরের কালিবাড়ি ও নলছিটি উপজেলার কুমারখালী ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. মাসুমা আক্তারের নেতৃত্বে শহরের কুমারখালী ও স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ করার দায়ে তাদের এ জরিমানা করা হয়।
অভিযানকালে মেসার্স তৈয়ব স্টোরের মালিক তৈয়ুবুর রহমানকে ৫০০ টাকা, মেসার্স উত্তম কুণ্ডু স্টোরের মালিক উত্তম কুণ্ডুকে ১ হাজার টাকা, মেসার্স সুমন স্টোরের মালিক মো. সুমন হাওলাদারকে ১ হাজার টাকা, মেসার্স রুবেল স্টোরের মালিক মো. মাকসুদ খন্দকারকে ১ হাজার ৫শ’ টাকা ও মেসার্স জমাদ্দার স্টোরের মালিককে মো. জহিরুলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৫টি প্রতিষ্ঠান থেকে ৩০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
অপরদিকে, ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেনের নেতৃত্বে শহরের কালিবাড়ি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় মেসার্স বণিক স্টোরের মালিক তপন বণিককে ৫ হাজার টাকা, মেসার্স ভাই ভাই স্টোরের মালিক মানিক লালকে ৫ হাজার টাকা ও মেসার্স জেনারেল স্টোরের মালিক মো. এনামুল হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
অভিযান দুটিতে সহযোগিতা করেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক বেগম আনজুমান নেছা।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমএস/আরবি