ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে প্রদীপ প্রজ্জ্বলন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে প্রদীপ প্রজ্জ্বলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা হাতে প্রদীপ নিয়ে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ক্যাম্পাসে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।   কিন্তু আমরা এখনও কোনো হত্যার বিচার দেখতে পাইনি। আমরা বিচারহীনতা দেখতে চাই না। লিপু হত্যার বিচার চাই।

সমাবেশে বক্তব্য দেন- বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান, আতিক সাদ্দাম, রাশেদ রিন্টু, হোসাইন মিঠু প্রমুখ।

গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংয়ের পাশে ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।