ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পাঁচ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড) মো. সরোয়ার হোসেন এ আদেশ দেন।
তিনি জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও নদীতে ইলিশ ধরা, মজুদ ও পরিবহনের দায়ে দণ্ডবিধি ১৮৮ ধারা অনুসারে এ দণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে রোববার (২৩ অক্টোবর) রাতভর অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় দণ্ডিত শাহীন হাওলাদার (২০), বাবুল জঙ্গী (৩০), বারেক হাওলাদার (২৬), সালাম ঢালী (৩৫), সেলিম ঢালীকে (৩২) আটক করা হয়।
একই সঙ্গে দু’দিনের অভিযানে মোট ২ মণ ইলিশ ও ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমএ/