ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে চিকলি নদী থেকে বালু উত্তোলন থামছে না

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বদরগঞ্জে চিকলি নদী থেকে বালু উত্তোলন থামছে না

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার চিকলি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এতে হুমকির মুখে পড়েছে সেতু, পাকা সড়ক ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।

বালু উত্তোলন চক্রের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে মামলা করলেও থেকে নেই বালু উত্তোলন।

সরেজমিনে সোমবার (২৪ অক্টোবর) উপজেলার রাধানগর ইউপি পাঠানের হাট মণ্ডলপাড়ায় গিয়ে দেখা যায়, সদ্যনির্মিত বাঁধের ওপর মেশিন দিয়ে চলছে বালু উত্তোলনের কাজ। আজাহার আলী নামে সাবেক ইউপি সদস্যের তত্ত্বাবধানে চলছে বালু কাজ।   এ কাজে তাকে সহযোগিতা করছেন ইয়াসিন আলী নামে এক ব্যক্তি।

এদিকে, খোড়াযান মণ্ডলপাড়ার মোসফেকুর সাইফুল অহিদুলসহ আরও কয়েকজন নদীর কয়েকটি পয়েন্টে ভাগাভাগি করে বালু উত্তোলন করছেন।

অধিক বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে নদীর ওপরের সেতু, গ্রাম রক্ষা বাঁধ, রাধানগর মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠানের হাট-তারাগঞ্জ পাকা সড়ক ও এলাকার ফসলি জমি।

স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি সদস্য আজাহার আলীর তত্ত্বাবধানে বালু উত্তোলন করা হচ্ছে। বাধা দিতে গেলেই তার লোকজন হুমকি দেয়।

এ প্রসঙ্গে সাবেক ইউপি সদস্য আজাহার আলী বাংলানিউজকে বলেন, বালু উত্তোলনের টাকা বিভিন্ন মহলে দিতে হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ জানান, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৭টি মামলা হয়েছে। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বিএসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।