কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভূক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে ১০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) রাতে ওয়ারেন্টভুক্ত আসামি নূর মোহাম্মদের ছেলে আব্দুল কাদেরকে (২৩) প্রধান আসামি করে মামলা করা হয়। তবে, তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বাংলানিউজকে জানান, রোববার (২৩ অক্টোবর) পুলিশের ওপর হামলায় দু্ই পুলিশ কর্মকর্তা আহত হয়।
ছিনতাই হওয়া আসামি ও ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের কয়েকটি বিশেষ টিম কাজ করছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিটি/টিসি/এজি