ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

আ’লীগের নতুন কমিটিকে টাঙ্গাইল চেম্বারের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আ’লীগের নতুন কমিটিকে টাঙ্গাইল চেম্বারের অভিনন্দন

ঢাকা: আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

 

 ‍
সোমবার (২৪ অক্টোবর) সংগঠনের সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতার আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে সব প্রতিবন্ধকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অষ্টমবারের মতো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
 
এক সময়ের ছাত্রনেতা ও সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও অভিনন্দন।

দেশে আর্থ সামাজিক উন্নয়ন, সর্বস্তরের নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে নতুন নেতৃত্ব দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগমান করবে বলেও বিজ্ঞপ্তিতে প্রত্যাশা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসই/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।