তালা (সাতক্ষীরা): জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার তালা উপজেলার ৫৫টি পরিবারের মাঝে গবাদি পশু, হাঁস-মুরগি পালনের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়।
ইকো’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উত্তরণের বাস্তবায়নে পরিবার প্রতি ১৮ হাজার টাকার মধ্যে ৯ হাজার টাকা দেওয়া হয়।
এ লক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
সভায় বিশেষ অতিথি ছিলেন- সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার সত্যজিত রায়।
এ সময় উত্তরণের প্রজেক্ট অফিসার নাজমা আক্তার, সেভ দ্য চিলড্রেন সেভ দ্য চিলড্রেনএর হিউমেনিটেরিয়ান ট্রেনি দিলসাদ খানম, উত্তরণের পার্থ কুমার দে, সাজ্জাদ হোসেন, শিমুল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
পিসি