ঢাকা: সরকারি পদে নিয়োগে চারটি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) গঠনের পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে নিয়োগে স্বচ্ছতা বাড়াতে মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ ১০ নম্বর রাখার বিধান করতেও বলেছে প্রতিষ্ঠানটি।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৯(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে সোমবার (২৪ অক্টোবর) পেশ করা ‘বার্ষিক প্রতিবেদন ২০১৫’-এ দুদক এ সুপারিশ করে।
প্রতিবেদনে সিভিল সার্ভিসের সাধারণ ক্যাডারভুক্ত পদসহ অন্যান্য নবম গ্রেড বা এর উপরে সব পদে নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশন-১, নবম গ্রেডের নিচে রাজস্ব খাতভুক্ত সরকারি পদে নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন-২, টেকনিক্যাল পদে নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন-৩ এবং শিক্ষক পদে নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশন-৪ গঠনের সুপারিশ করা হয়েছে।
ভূমি প্রশাসন ও ভূমি রেজিস্ট্রেশন একই মন্ত্রণালয়ের অধীনে আনা, উপজেলা পর্যায়ে ভূমি প্রশাসন, ভূমি রেজিস্ট্রেশন ও ভূমি জরিপের কাজ এক অফিসের মাধ্যমে সম্পাদনের ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয় প্রতিবেদনে।
এতে সেবা প্রদানকারী সংস্থার বিল (বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন ইত্যাদি) ওয়ানস্টপ সেন্টারের মাধ্যমে গ্রহণ করা এবং এসব বিল তিন বা ছয় মাসের ভিত্তিতে দেওয়ার ব্যবস্থা নিতেও বলা হয়।
এছাড়া সরকারি ক্রয় কাজ শতভাগ ই-টেন্ডারিংয়ের আওতায় আনা, টেন্ডার প্রক্রিয়া ও ক্রয় যথাযথ হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ভিত্তিক শক্তিশালী টিম গঠন, বিভিন্ন মেগা-প্রকল্প বাস্তবায়নে দুদক থেকে প্রো-অ্যাকটিভ মনিটরিংয়ের প্রস্তাব গ্রহণেরও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭ (ঙ) ধারা মতে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দফতরসমূহ কর্তৃক দুর্নীতি প্রতিরোধে এসব সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিএইচ/ওএইচ/এইচএ/