ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলায় মামলা, গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলায় মামলা, গ্রেফতার ৫

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী কালামকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ দুই মামলায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ উদ্দিন বাদী হয়ে ২১ জনকে আসামি করে একটি এবং উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক বাদী হয়ে মাদক ব্যবসায়ী কালামকে আসামি করে অপর মামলাটি দায়ের করেন।

গ্রেফতার পাঁচজন হলেন- উপজেলার চরফকিরা গ্রামের মোমিন উল্যার স্ত্রী আলেয়া বেগম (৪৫), আহসান উল্যার ছেলে হাফিজ উল্যা (১৯), মৃত দ্বীন মোহাম্মদের ছেলে আহসান উল্যা (৫৫), একরামুল হকের ছেলে মো. শাহীন (২১), ও মাগুরা জেলার মফিজ উল্যার ছেলে রুবেল (২৬)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বাংলানিউজকে জানান, পুলিশ ওপর হামলার ঘটনায় পৃথক দু’টি মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলার চরএলাহী ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ কালামকে আটক করে পুলিশ। কিন্তু সেসময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় কালামকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের ৪ সদস্য আহত হন।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।