ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

থাই প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
থাই প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক ছবি: সংগৃহীত

ঢাকা: সুইজারল্যান্ডের জেনেভায় থাইল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার বৈঠক হয়েছে।

সোমবার (২৪ অ‌ক্টোবর) দুপুর ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাতে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৫তম সম্মেলনে অংশ নিয়েছে ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল। ওই সম্মেলনের ফাঁকেই এ বৈঠক অনুষ্ঠিত হলো।

থাই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে অংশ নেন মো. আতিউর রহমান আতিক , আবুল কালাম আজাদ, নাসিমা ফেরদৌসী এবং এম এ আউয়াল। থাই প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন বিলাইভন সামপাটিসিরি।

বৈঠকের শুরুতেই ডেপুটি স্পিকার থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলায়েজের মৃত্যুতে গভীর সমবেদনা জানান। তিনি আই‌পিইউভুক্ত দেশ হিসেবে উভয় দেশের সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।  

১৯৭২ সালে আই‌পিইউভুক্ত প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ডেপুটি স্পিকার।

তিনি বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করেন। একইসঙ্গে বাংলাদেশ-থাইল্যান্ড সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সন্ত্রাস দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি মেনে চলছে বলেও প্রতিনিধি দলকে জানান ফজলে রাব্বী মিয়া। তিনি হলি আর্টিজ‍ান বেকারিতে হামলার ঘটনায় থাই সরকারের সহমর্মিতা ও সান্ত্বনা দেওয়ার কথা তুলে ধরেন।

ডেপুটি স্পিকার বিমস‌টেক এর আওতায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে নিবিড় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এবং থাইল্যান্ডের ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

তিনি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সুবিধার্থে সেখানে দোভাষী নিয়োগের বিষয়েও থাই সরকারকে অনুরোধ জানান।
 
ডেপুটি স্পিকার দু’দেশের ভিসা সংক্রান্ত জটিলতা আরও সহজতর করার বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলা‌দেশ সময়: ০১৫৩ ঘণ্টা, অ‌ক্টোবর ২৫, ২০১৬
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।