ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ২, অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ২, অস্ত্র-গুলি উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে পুলিশের ৩ সদস্য।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ভুটিয়ারগাতী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড আবাসিক ভবনের সমশের আলীর ছেলে ও পৌর জামায়াতের আমির জহুরুল হক (৪৫) ও আরাপ্পপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ও ঢাকা মহ‍ানগর পশ্চিমের ছাত্র শিবিরের অ্যাডভাইজার তারিক হাসান সবুজ (৪০)। আহত পুলিশ সদস্যরা হলেন, সদর থানার কনস্টেবল বুলবুল হোসেন, আজিম উদ্দিন ও নাসিম আহম্মেদ। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে বলেন, ভোরে বাইপাস সড়ক দিয়ে কালীগঞ্জ থেকে ৩টি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। সেসময় পুলিশের একটি টহল দল তাদের থামতে সিগনাল দিলে সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ৩টি বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে।

এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে ৭-৮ মিনিট গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ২টি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে সেখান থেকে একটি মোটরসাইকেল, ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ৫টি বোমা, ২টি চাপাতি এবং ছোড়া উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬/আপডেট:০৯৫৩
এইচএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।