ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
 কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ট্রাকচালক নাসির উদ্দিন (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দেশি শ্যুটার গান, এক রাউন্ড গুলি ও দু’টি দা’ উদ্ধার করেছে।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে কালীগঞ্জ উপজেলার ধোপাবিলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

ডাকাত নাসির উদ্দিনের বাড়ি কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, একটি ডাকাতি মামলার প্রধান আসামি নাসির উদ্দিনকে সাজার আদেশ দিয়েছেন আদালত। এতোদিন তিনি আত্মগোপনে থেকে ট্রাক চালাতেন। সোমবার রাতে আন্তঃজেলা ডাকাত দলের এই সদস্য উপজেলার বারোবাজার এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নাসির উদ্দীনকে গ্রেফতার করে।  

মঙ্গলবার ভোরে তাকে নিয়ে ধোপাবিলা এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা ১২ রাউন্ড গুলি ছোড়ে। উভয়পক্ষের বন্দুকযুদ্ধের সময় নাসির উদ্দিনের পায়ে গুলি লাগে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে নাসির উদ্দিনের সহযোগীরা পালিয়ে যায়।  

এসময় আহত হন কালীগঞ্জ থানার পুলিশ কনস্টেবল সোহাগ ও আনসার সদস্য মনির হোসেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত নাসির উদ্দিনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।