খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের মহাজন পাড়ার একটি বাজারে আগুন লেগে রেস্টুরেন্টসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সূর্য আলো চাকমা বাংলানিউজকে জানান, রাতে বাজারের একটি দোকানে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে রেস্টুরেন্টসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
তার ধারণা, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এনটি/এসআই