রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী মৎস আড়তের সামনে মাইক্রেবাস চাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শফিকুল সকালে মোটরসাইকেল যোগে সন্তানকে স্কুল নিয়ে যাওয়ার পথ একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়।
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দর্গা হাইওয়ের পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জিপি/বিএস