ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ইলিশ ধরায় বরিশালে ২৩৯ জনের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ইলিশ ধরায় বরিশালে ২৩৯ জনের দণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞার পরও নদীতে ইলিশ মাছ ধরায় গত দুই সপ্তাহে বরিশাল বিভাগে ২৩৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

একই সঙ্গে জড়িতদের ৮ লাখ ৫৫ হাজার ৮৫০ টাকা জরিমানা ছাড়াও ২১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) মৎস্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, বরিশাল বিভাগের ছয় জেলায় মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর জব্দ করা হয়েছে ২ হাজার ৬৭২ কেজি ইলিশ মাছ।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্ত‍া তপন কুমার পাল বাংলানিউজকে জানান, সবার সমন্বিত চেষ্টায় ইলিশ ধরার নিষেধাজ্ঞায় জেলেরা অনেকটাই সচেতন হয়েছেন।

‘এজন্যেই চলতি বছরে অল্প সময়ে দেশের নদ-নদীতে বিপুল পরিমাণ ইলিশ সংগ্রহ করেছেন জেলেরা। ’

এ বিষয়ে সচেতনতা আরও বাড়াতে হবে উল্লেখ করে তিনি দেশে ইলিশের পরিমাণ আরও বাড়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমএস/বিএসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।